সমুদ্র গর্জনে ঢেউয়ের আল্পনায়
সতরঞ্জি পেতে
বুনে যাই নকশীকাঁথা
নিলামে চড়িয়েছি হাজার বছরের ঢেউ
পুঞ্জিভূত না বলা শতকথা।
সওদা করতে
সাগর পাড়ে এসো তুমি-খদ্দের
চড়া দাম তুলে কিনে নিতে
ভুল করবেনা জানি-
নকশীকাঁথা আঁকা সফেদ ঢেউ, আর-সমুদ্রের ফেনা।
শুধু বাড়েনা হ্নদয়ের কদর
বিস্তর দরাদরি, জীবনের হিসেব-নিকেশ
কেউ আবার হালখাতার আদলে
দেনাদার আকৃষ্ট করে ময়রার দোকানের
তাজা রসগোল্লা, পান-বিড়ি আপ্যায়নে।
চতুর দেনাদার বরাবরের মত আবারো
পাওনাদারকে ঠগায়ঃ বিনি টাকায় হ্নদয়ের কেনা-বেচা।
তবুও জীবনবাজির খেলায় মেতে
প্রবালের ঘটকালীতে কুড়াই
সাগরের নোনাজল………