বলনা বিধি বলনারে তুই
মানুষ কেন আমি
আশরাফুল মখলুকাৎ নামে
করলে কেন দামি।
সবই যে তোর স্বত্ত্বার অধীন
আশরাফ হয়ে নইতো স্বাধীন
নাটাই সুতো তোরই হাতে
তুই যে অন্তর্যামি।
আশরাফুল মখলুকাৎ নামে
করলে কেন দামি।
আমার কর্ম আমার ভাবনা
নয়তো পাখি নেইরে পাখনা
তপশিলে ভুল করলে তবু
হিসেব দেব আমি।
আশরাফুল মখলুকাৎ নামে
করলে কেন দামি।
ভয় ভীতি রয় সকল প্রাণে
বালুচর কয় তার কি মানে
বিবেকজুড়ে করলে তফাৎ
আমায় জগৎস্বামী।
আশরাফুল মখলুকাৎ নামে
করলে কেন দামি।