শ্রমের বাজার করছি দখল
সুনাম মোদের কম'না
উদ্ভাবনে সেই অবদান
কে বলেছে ফেলনা।
গাড়ির যুগে কোয়াড বাইক
মেড ইন বাংলাদেশ
পাহাড়-পর্বত পানি কাদায়
চলবে নির্বিশেষ।
মেধার গুণে রুয়েট ছাত্র
ক্ষুদে বিজ্ঞানী
বিশ্ব মাঝে চমক দিতে
যাবে জার্মানি।
আনবো কেড়ে বিজয় মুকুট
তাক লাগিয়ে সবে
অবাক চোখে বাঙালিকে
দেখবে বিশ্ব তবে।
(বিঃদ্রঃ রুয়েটের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত নিজস্ব প্রযুক্তিতে তৈরী " কোয়াড বাইক" এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এই কবিতা।দৈনিক আমাদের সময় ৪/১/১৭ইং।)