টকশোতে টক নেই
আঁধারের রঙ নেই
বৃথা নির্ঘুম
নীরুর কি যায় আসে
পুড়ে গেলে রোম।
যায় দিন আসে দিন
নেয়নাতো কেউ ঋণ
বৃথা আফসোস
সব দেখে যম বুঝি
করে মন খোশ।
সালতামামীর শেষ
জটলা বাঁধায় রেশ
বৃথা বন্দন
যেই লাউ সেই কদু
সাথী ক্রন্দন।
ধুয়ে নিলে কয়লা
যায়না যে ময়লা
ঠিক গায়ে রয়
চাইলে কি দূর হই
পুরাতন কয়।