চৈতন্য আর চেতনার দেউড়ি পেরিলে আকাল
দুঃখের পসরায় ক্লান্তির উৎসব
অনুভূতির নিম্নগামীতায় নতজানু অভিলাষ।
সুখের সাম্পানে একচিলতে ঠাঁই নেই
জাত ব্যবসায়ী ইহুদী পৃথিবীজুড়ে।
আগে এ ঘর, ও ঘর পাড়া-মহল্লায় সেরদরে
যেমন পাওয়া যেত; আজকাল কিলোয় তা দূর্লভ
মনের হিসেবে সোয়াসেরও কম ছিলনা
ছোটমাপে রাজভোগ।
এখন ভালবাসা ওজনে বিকোয়
অনুভূতি ঠেঁকে চরিত্রহীনতায়
অনুভব বেশ্যাঘরের দেউড়ীর মাটি মূর্তি কারিগরের বড্ড প্রয়োজন
মঙ্গা আক্রান্ত জরায়ূ জমিনে
কলের লাঙ্গলের চাষ।