আমি আজকাল
ভাল আছি,বেশ আছি
তোকে ছাড়া চলছি
ভাল আছি,বেশ আছি—বুক ফুলে বলছি।
আমি আজকাল
সুখে আছি,বেঁচে আছি
আনন্দে দিনপাত করছি
সুখে আছি,বেঁচে আছি—মুখ খুলে বলছি।
আমি আজকাল
ঘরে আছি ভরে আছি
সুখপাখি দুইহাতে ধরছি
ঘরে আছি,ভরে আছি-শোক পায়ে মলছি।
আমি আজকাল
ভাল আছি,বেশ আছি
তোকে ছাড়া চলছি
ভাল আছি,বেশ আছি—বুক ফুলে বলছি।