উঠোনজুড়ে কাটলে সাঁতার
জোসনাস্নাত রাত
আলো-ছায়ায় বাড়িয়ে দিও
রাঙা দু’টো হাত।
ম্লান হয়ে চাঁদ তারারাশি
রূপের ঝলক উঠবে হাসি
সেই আলোরি মিলনমেলায়
ভুলিবো সংঘাত।
আলো-ছায়ায় বাড়িয়ে দিও
রাঙা দু’টো হাত।
তোমার রূপে লজ্জা পেয়ে
আঁধার হলে লাজুক মেয়ে
জোছনা পরশ গায়ে মেখে
রচিবো প্রভাত।
আলো-ছায়ায় বাড়িয়ে দিও
রাঙা দু’টো হাত।
উঠোনজুড়ে কাটলে সাঁতার
জোসনাস্নাত রাত
আলো-ছায়ায় বাড়িয়ে দিও
রাঙা দু’টো হাত।