পৌষের কূয়াশায়
সূর্যদেব আদ্রতা মাপে
শিশিরের কান্নায়।
--------------
টুশটাশ বিষ্ফোরণ
নতুন ধানে নবান্নের খই
উচ্ছ্বাস প্রস্ফুরণ।
--------------
জারুলে শালিক
চোপ চোপ রক্তিম শ্যামলীমা
ভেঙেছে ব্যারাক।
--------------
ক্ষত চিহ্ন গায়
বারুদের গন্ধ মহীমায়
ন’মাস খালি পায়।
---------------