আপন খুঁজে যাপন করি
দিন মাহিনা সাল বছর
ধরতে গেলে দেয়না ধরা
দেখায় বড় তার কদর।
দিনে ভাবি রাতে পাবো
রাতে ভাবি দিনে
জোতজমা যায় বন্ধকীতে
মহাজনের ঋণে।
ঝড় তুফানে শংকা বাড়ে
মাল্লা মাঝি গায় বদর।
বাইরে খোঁজা ছেড়ে দিয়ে
দেখলে নিজের ঘরে গিয়ে
মহাজনে ডাকছে দেখি
মেলে ধরে নেক নজর।
যার ধনে তোর তেজারতি
বান্ধা যাহার জালে
দিসনি হিসেব দিসনি জমা
চলিস নিজের তালে।
বুঝবে সেদিন ওবালুচর
যাবে যেদিন তার সদর।
ধরতে গেলে দেয়না ধরা
দেখায় বড় তার কদর।