জ্বীন মানবের পথের দিশা
যাহার আগমনে
মহান আল্লাহ ডাকে তাঁরে
হাবীব সম্ভাষণে।
রবিউল আউয়ালের মাসে
এই পৃথিবী আলোয় ভাসে
হেরাগুহায় কাটে দিন
স্বত্ত্বার অন্বেষণে।
মহান আল্লাহ ডাকে তারে
হাবীব সম্ভাষণে।
যেই প্রেমেতে জগৎ সৃজন
জপলে হবে পাপের মোচন
দুরুদ পড়ে থাকি তাঁর
পবিত্র বন্ধনে।
মহান আল্লাহ ডাকে তারে
হাবীব সম্ভাষণে।
সালাম আমার নবীর প্রতি
যার তুলনা নুরের দ্যোতি
শাফায়াতে মানবকূল
সত্য উন্মোচনে।
মহান আল্লাহ ডাকে তারে
হাবীব সম্ভাষণে।