পথ হারানো পথিক আমি
কেমনে বাড়ি যাই
গুরু তোমার চরণতলে
দিও আমায় ঠাঁই।
পথের মাঝে পথ হারাইয়া
ভাবছি শুধু ঠায় দাঁড়াইয়া
দিক নিশানা পাইনা খুঁজে
কার কাছে শুধাই।
গুরু তোমার চরণতলে
দিও আমায় ঠাঁই।
আলোরদ্যুতি দূর আকাশে
চোখে লাগে সব ফ্যাকাশে
অন্ধকারে পথের দিশা
কেমনে খুঁজে পাই।
গুরু তোমার চরণতলে
দিও আমায় ঠাঁই।
ঠিকানা আর বাড়ি্ খুঁজে
সারা জনম গেলায় যুঝে
তবু কেন ও বালুচর
বাড়ি তোমার চাই।
গুরু তোমার চরণতলে
দিও আমায় ঠাঁই।