ও মুর্শিদ পথের দিশা দাও
জীবন নদীর খরস্রোতে হারাইয়াছি বাও।
মুর্শিদ পথের দিশা দাও
ও মুর্শিদ ও-
ভাঙ্গা আমার জীবন তরী
কেমনে সাগর পাড়ি ধরি
ঝড়-তুফানে ঢেউয়ের তালে
দোলে আমার নাও।
মুর্শিদ পথের দিশা দাও
জীবন নদীর খরস্রোতে হারাইয়াছি বাও।
ও মুর্শিদ ও-
জীবন নদীর খেয়াঘাটে
পারের কড়ি নাইরে গাঁটে
তীরে এসে ডুবলো তরী
চোখ মেলিয়া চাও।
মুর্শিদ পথের দিশা দাও
জীবন নদীর খরস্রোতে হারাইয়াছি বাও।
ও মুর্শিদ ও-
তুমি যদি না দাও দিশা
কাটবেনা মোর অমানিশা
পথহারা এই এমদাদুলের
জীবন যাবে ফাও।
মুর্শিদ পথের দিশা দাও
জীবন নদীর খরস্রোতে হারাইয়াছি বাও।