যখন অনুভব করি
ঘুমের ঘোরে স্বপ্ন শিহরিত শরীরের কম্পন
অস্পষ্ঠ আওয়াজঃ ছায়ামঞ্চে প্রতিচ্ছবি
সামলে নিতে পুড়ে অজস্র কাঠখড়,শস্যদানা
পতঙ্গকূল উড়ে উড়ে বেঁচে যায়।
অবজ্ঞার বালখিল্যে কেটে যায় শেষ রাত
সময় সোপনে বন্ধনে ছিঁড় ধরে অকস্মাৎ।
চেতন ফিরিলে দেখি-
শুন্য বিছানায় পড়ে আছে
মানব শরীরের নিঃসৃত রসায়ণ …………