যারে তুমি দাও পরিত্রাণ
তার থাকেনা ভয়
তবু কেন তোমার কৃপা
আমার চাইতে হয়।
কোরআনেতে লিখা জানি
সীলগালা যার ক্বলবখানি
শুনবেনা সে কোন বাণী
গলবেনা হৃদয়।
তবু কেন তোমার কৃপা
আমার চাইতে হয়।
চাইলে তুমি করতে পারো
তবু ফিরায় রাখো কারো
তোমার ইচ্ছায় সবই পারি
হইলে সদয়।
তবু কেন তোমার কৃপা
আমার চাইতে হয়।
বালুচর কয় এ কি খেলা
বুঝিনা যে তোমার লীলা
ভেবে দেখি আমার আমি
তুমি দয়াময়।
তবু কেন তোমার কৃপা
আমার চাইতে হয়।