অনন্যা আর আমি একই ক্লাসে পড়তাম
দূষ্টুমী-টিপ্পণী চলতো ক্লাসের ফাঁকে।
স্যার ঢুকলেই অনন্যা আর সহপাটিরা আসতো
আমরা হতাম উজ্জীবিত।

মন দেয়া-নেয়ার কথা হতোনা মোটেও
প্রেম-ভালবাসা উঁকি দিলেও
আমলে নেয়ার অবকাশ ছিলনা কোন।

প্রবেশিকার প্রস্তুতি চলছে দ্রুতলয়ে
হঠাৎ একদিন অনন্যার নামে 'কানকথা'
ফিসফিস, চাঞ্চল্য ক্লাসরুমজুড়ে:
ক্রমে প্রকাশিত হলো-
অনন্যার বিয়ে....

বিয়ে?
এই পরীক্ষালগ্নে।
ক্লাসশুদ্ধ সহপাটিদের চিৎকার
চেঁচামেচি হৃদয়ভাঙা ঝড়
কেউ আবার জ্যামিট্রিক বাক্স ডেক্সে টুকিয়ে-
"এই ছুঁড়ি তোর বিয়ে".....