মায়ানমারের রোহিঙ্গারা
নাগরিক সেই দেশে
কাটছে তবু দিন-রজনী
নির্যাতন আর ক্লেশে।
ধর্ম-বর্ণ, গোত্র- গোষ্ঠী
সবাই মিলে জাতি
বহিষ্কার আর বিতাড়ণে
উঠলো ধর্ম মাতি।
দোষটা শুধু রোহিঙ্গাদের
তারা হয় ইসলামি
মানতে নারাজ নব্য বৌদ্ধং
স্মরণং গোচ্ছামি।
শরণার্থীর দু:খ- ব্যথা
দেখছি একাত্তরে
তবু কেন খুলতে বর্ডার
থাকবো মতান্তরে।