শিশিরভেজা শব্দের পসরায় কবিতার আহ্বান
জোছনার ঘটাকালীতে স্বয়ম্ভর সভা
সন্ধ্যার আগমনে
স্নানে গিয়ে চাঁদের বুড়ি আলস্য ঘুমে
বৈকালিক অবসরে।
তারার বাঁশিতে নটরাজ ঝিঁঝিঁ পোকার উচ্ছ্বাস
প্রাণচাঞ্চল্য ফিরে আসে কবিতায়।
কবির কলমের আঁছড় পড়ে কূয়াশাভরা জমিনে
খিলখিলিয়ে ওঠে পত্র-পল্লব,আধফোটা ফুলের কলি
বাতাবি লেবু্র গাছে টুনটুনি জোড়ার
ঘুমের আয়োজন
শেয়ালের হুক্কা-হুয়া ব্যাঙ্গোক্তি
নিদ্রাভঙ্গ পক্ষী পাড়ায়,
কৃষাণীর চোখে বিরক্তির রাত জাগরণ।
শুধু কবিতার চোখে ঘুম নেই। রাত পোহাবার তাড়া
কূয়াশার জমিনে কলম চাষে
আঙুলের নিশনিশ
প্রকৃতির প্রসব যন্ত্রণা শেষে
সুবেহ সাদেকে জন্ম নেয় কবিতা শিশু
প্রতিপালিত হয়
কবির কলমের খোঁচায়।
নামকরণ হয়-
অনাথ, জারজ, হিজড়া নামে ভদ্রসমাজে।