কেমনে সাগর পাড়ি ধরি
কেমনে ঘাটে নাও ভিড়াই
চোখ মুজিয়া ভাইবা দেখি
পারের কড়ি নাই।
দেহ তরী হাওয়ায় ভেসে
যায়রে ছুটে অচিন দেশে
কে যে বসে বৈঠা টানে
দেখা নাহি পাই।
চোখ মুজিয়া ভাইবা দেখি
পারের কড়ি নাই।
রাত নিশীথে বইসা ভাবি
আসবে কখন নিয়া চাবি
দেরাজ খুলে দেবে কড়ি
বলবে চলো যাই।
চোখ মুজিয়া ভাইবা দেখি
পারের কড়ি নাই।
দয়াল আমার দয়ার সাগর
তবু সে যে করবে পাকড়
বালুচরের শেষ ভরসা
তুমি মালিক সাঁই।
চোখ মুজিয়া ভাইবা দেখি
পারের কড়ি নাই।