সাহস থাকলে বলো, করো অন্বেষণ
পিপীলিকার পাখা আর সজারুর কাঁটা
এক হয়না কোনকালে।যেমন-
পৃথিবী দেখেছে
একনায়কত্বের দুর্নাম চাপিয়ে সমাজতন্ত্রী ফিদেল ক্যাস্ত্রো।
দাম্ভিকতা শালীনতা বিবর্জিত হলে
মানবতা-শিষ্ঠাচার পড়ে মুখ থুবড়ে
নেমে আসে অন্ধকার একাকীত্ব
পা পিছলে ক্ষমা করেনা হিমালয়ের চুড়া জন্ম-জন্মন্তরে।
ভেবে ভেবে একাকার। কিংবা-
নোনাজল নদী
ঠাঁই দিতে জানেনা- আগাছা,কচুরীপানা,খড়কুটো
শংকীর্ণ বক্ষে বিশালতা নেই
মৃদু ঢেঊ আছড়ে পড়েনা কিনারে,
ভাঙা মৃদঙের ঝংকার পরিশ্রান্ত বুঁদ বুঁদে
প্রেত্মাত্বার ক্রন্দন।