একমুঠো রোদ্দুর
দক্ষিণে হেলিয়ে যাওয়া সূর্যের পড়ন্ত বেলার
মিষ্টি রোদ্দুর
যদি দিতে। দিব্যি দিলাম-
পরিশ্রান্ত ফোটাফুলের বোটা ছিঁড়ে একজোড়া গেঁদা ফুল
পরিয়ে দিতাম তোমার শৈল্পিক খোঁপায়
রাতের জোছনা জানালার কাঁচ ভেদে
চুমু খেতে এলে
স্বলাজ নয়নে দেখতে ফিরে
নিশ্চল ঠায় দাঁড়িয়ে থাকবো ঠিকই
একগুচ্ছ তাজা গোলাপ নিয়ে।
শীতের প্রতাপে ডানা ঝাপটানো শালিকজোড়া
উষ্ণাকাঙ্খায় গা ঘেঁষে উত্তাপ
একা বিছানায় কোলবালিশে শীতের রাত
না পাওয়ার বেদনা উল্কায় চড়ে মরূপ্রান্তরে
প্রত্যাশার যনণিকা কার্ণিশে আটকানো বাক্সে বন্দী
শীতাতপ ভালবাসা।