রাজনীতি আর নির্বাচনে
লড়াই করে জিততে হয়
প্রকৃতিতে কে সে এমন
লড়াই ছাড়া টিকে রয়।
লড়াই করে প্রাণ পেয়েছে
এই পৃথিবীর সকল জীব
জিততে লড়াই করছে সবে
মানুষ থেকে ইতর ক্লীব।
লড়াই করে হয়নি সৃজন
গ্রহ আলোক বর্তিকা
আদেশ পেয়ে হয় যে গঠন
আগুন পানি মৃত্তিকা।
এই পৃথিবীর গ্রহ তারা
চন্দ্র সূর্য দুই তনয়
ছাড়বে বাড়ি ধরবে পাড়ি
থামবে যখন এই সময়।
-----
(বিঃদ্রঃ “স্যার স্টিফেন হকিং এর বিশ্ব ধ্বংসের ১০০০ বছর” প্রবন্ধের প্রেক্ষিতে এই কবিতা।)