সাঁওতালে বেশ তাল ধরেছে
বাড়ছে জনরোষ
অসাড় দেহে থাকে কি আর
চেতন নামক হুশ।
অস্ত্র হাতে কে ছুটেনি
এলে একাত্তর
খাবলে খেতে রাস্তা করে
হঠাৎ পঁচাত্তর।
রাজনীতিতে রাজ-নীতি নেই
মৌমাছিদের চাক
রাণীর শখে ফুল থেকে ফুল
নিত্য ছুটে ঝাঁক।
কুঠার কি আর নিজে পারে
কাটতে কোন গাছ
বিশাল বটও হার মেনে যায়
ঢুকলে পিছে বাঁশ।