বলতে পারো কোত্থেকে পায়
চোখে এত জল
সুখে কিংবা দুঃখে বলো
ছুটে অবিরল।
কখন আবার দেখতে পারি
শোকে রাঙা চোখ
ভালবাসা জমা পড়ে
ভাঙে কারো বুক।
বৃহৎ সাগর কেন ধরে
বুকে নোনতা জল
সহোদরের মত অশ্রু
ধারায় সমান ফল।
উদারতায় সাগর মহান
অশ্রুও কি কম
অঝোর ধারায় ঝরায় পানি
আটকে গেলে দম।