আমি তোমার প্রতিনিধি
তুমি নিরাকার
বুঝিনা বুঝিনা মাওলা
তোমারই কারবার।
জ্বীন ফেরেস্তা ডেকে যেদিন
জানাইলে বাসনা
ইবলিশ উঠিয়া বলে
মানিনা মানিনা।
আগুন পানি হাওয়া মাটি
আদম ছুরত পরিপাটি
তৈরী করে গুহ
অরূপ সাজে স্বরূপ রূপে
জুড়ে দিলে রুহ।
তুমি মালিক তুমি খালিক
তুমি পরোওয়ার।
বুঝিনা বুঝিনা মাওলা
তোমারই কারবার
আমি তোমার প্রতিনিধি
তুমি নিরাকার।