জীবন নামের বাগিচাতে
ফোটে নানা ফুল
অলক্ষ্যে যায় কিছু ঝরে
কিছু তুলে দোল।
ডানা মেলে খোশবু শুঁঁকে
প্রজাপতি মন
ফুলের রেণু গায়ে মেখে
মধুর আলাপন।
মন ভুলানো বাহারী রঙ
প্রজাপতির গায়
রঙ তুলিতে পটে আঁকা
নিঁখাদ মমতায়।
পাখনা দেখে আঁখি জুড়ায়
চিত্ত করে খোশ
আঘাত সয়ে যায় যে ফুলে
দেয়না তবু দোষ।