সংখ্যা লঘু সংখ্যা গুরু
সভ্যতার এই চিহ্ন
যুগে যুগে সর্বকালে
রূপ বদলে ভিন্ন।
নিরীহজন নিষ্পেষিত
সবল মনের দীক্ষা
বিবর্তনে ঘুরলে চাকা
প্রকৃতি দেয় শিক্ষা।
দেশে দেশে ঘুর্ণীপাকে
রক্তে মাটি রাঙা
মন খুলে দেখ ভিন্নরূপে
সাম্প্রদায়ীক দাঙ্গা।
ধর্মে বর্ণে মারামারি
কর্মে ব্যবসায় দ্বন্দ্ব
গোত্রে গোত্রে হানাহানি
কখন ছিল বন্ধ?