ঘটলে নতুন অপরাধ
ভাঙে যেন বালির বাঁধ
আরো নতুন ঘটে
দেখা দেখি শিখি মোরা
তা বটে তা বটে।
ঘুম ভাঙাতে মোদের জুড়ি
টকশো বুলে মারি তুড়ি
হয়না সমাধান
অপরাধের সিরিজ থেকে
পাইনা পরিত্রাণ।
জন-জনতা সুশীল সমাজ
সঠিক কাজে সবাই স্বলাজ
তাইতো লাগে ভয়
অপরাধে করবে একদিন
এই সমাজটা জয়।
রাষ্ট্র-পুলিশ অধিকর্তা
কেউ পড়েনা এই বারতা
সময় বয়ে যায়
আস্থাকুঁড়ে যাবি যেদিন
করবেরে হায়হায়।