খেজুর গাছে শালিক ঝুলে
বুলবুলি দেয় শীষ
উড়ে উড়ে টুনটুনি গায়
ফুড়ুৎ ফুড়ুৎ ফিস।
শিশির ভেজা শীতের সকাল
দূর্বা চোখে জল
সূয্যি মামা এসে বলে
করিসনেরে ছল।
শীতের বুড়ি জবুথবু
কাঁথায় মুড়ে গা
মটরশুটি চিনা বাদাম
শুয়ে শুয়ে খা।
লতাগুল্মে রঙিন ফুলে
সাজান পরিবেশ
ধন্য তুমি জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।