বাউল আমি বাংলাদেশের
একতারা মোর প্রাণ
লালন ফকির রাধারমন হাছন রাজার গান।
রাখালীয়া বাঁশির সুরে
মনছুটে যায় তেপান্তরে
গাছের শাখে চড়ুইবাতি
মান-অভিমান।
লালন ফকির রাধারমন হাছন রাজার গান।
শাপলা শালুক পদ্মফুলে
রসের হাঁড়ি গাছে ঝুলে
ফুলে ফুলে প্রজাপতি
শুকে ফুলের ঘ্রাণ।
লালন ফকির রাধারমন হাছন রাজার গান।
রাত-বিরাতে একতারাতে
টুনটুনাটুন বাউলের হাতে
মাল্লা মাঝি আউলা সুরে
দাড়ে মারে টান।
লালন ফকির রাধারমন হাছন রাজার গান।
বাউল আমি বাংলাদেশের
একতারা মোর প্রাণ
লালন ফকির রাধারমন হাছন রাজার গান।