মার্কিনিদের এই নির্বাচন
অনেক বেশী তাৎপর্য
দেখার চেয়ে উল্টো হলে
হবেননা কেউ আশ্চর্য।
হবেই হবে,হবেই যে তা
দিব্যি দিতে কে পারে
সত্যি হলে মানতে হবে
দৈব কেন কই তারে।
সব খেলারই শেষ খেলা যে
অবশেষে হার মানা
সেরা থেকে শ্রেষ্ঠ হওয়ার
রাস্তা যদি রয় জানা।
ধ্বংসলীলার মশাল হাতে
জ্বালবে আগুন প্রেসিডেন্ট
প্রকৃতি চায় এমন কেহ
যাকে বলে ডিপেন্ডেন্ট।