শিশির ভেজা শিউলী ফুলে
কাশের বনের শুভ্র চুলে
শরৎ হাওয়ার দোল
দূর্গা এলেন ঘোড়ায় চড়ে
কোথায় গণ্ডগোল ?
ঘুমের ঘোরে শিবের বামে
দেবী ছিলেন কৈলাশ ধামে
দেখেন তিথী নেই
তাইতো ঘোড়ায় চড়ে দেবী
মর্তে এলেন সেই।
স্বর্গপুরীর দেব-দেবতা
বলছে শুনি অন্য কথা
খর্চা করতে কাট
ঘোড়ায় চড়ে এলেন দেবী
পিতৃদেবের বাট।
মর্তে এবার জঙ্গী___অসুর
করতে নিধন করলে কসুর
যাবে দেবীর মান
ফেরৎ যেতে স্বামীর বাড়ি
কেউ দেবেনা যান।
হাতি ঘোড়া নৌকা বিহীন
কৈলাশ ধামে যাওয়া কঠিন
পড়বে যখন শীত
মর্তলোকে বসাও দেবী
বীণাপাণির গীত।
মর্তলোকের বাসিন্দারা
থাকবে কেন স্বজনহারা
বলনারে মা বল
আসা-যাওয়ার এই খেলাতে
আর ধরেনা ফল।
অসুর এখন নয়রে অসুর
মানুষ অধম হয়রে পশুর
মানুষ করে ঢাল
মন্দাকিনীর স্রোতে দেখিস
বইছে পানি লাল।
করছে সবাই অস্ত্র খেলা
করিসনে আর অবহেলা
একটা কিছু কর
আরো দেব অর্ঘ পুজা
তবু ভাবিস পর।