(ওরে)যে করেছে সৃষ্টি সৃজন
সে কোন মহাজন
তার প্রতি রাখ কৃতজ্ঞতা
ক_রিস আরাধন।

এ প্রকৃতি জীবের সেবায়
মানুষ শ্রেষ্ট হয়রে সেথায়
জীবের তরে জীবের সৃষ্টি
জা_নিস বিলক্ষণ।
তার প্রতি রাখ কৃতজ্ঞতা
ক_রিস আরাধন।

বৃত্ত থেকে বৃহৎ রূপে
অন্ধকারে_চুপেচুপে
রেখে দূরে মান-অভিমান
ভা_বিস সারাক্ষণ।
তার প্রতি রাখ কৃতজ্ঞতা
ক_রিস আরাধন।

(ওরে)যে করেছে সৃষ্টি সৃজন
সে কোন মহাজন
তার প্রতি রাখ কৃতজ্ঞতা
ক_রিস আরাধন।