আসছে দেবী দশভূজা
মর্তে নিয়ে বর
কুমারীদের ছিঁড়লে শিকে
গড়বে নতুন ঘর।
দেবী শুধু বর নিয়ে আয়
এলে আশ্বীন মাস
কুমার যেন বউকে ছাড়া
করতে পারে বাস।
এমন হলে কেমনে ধরে
পুরুষ মনে শ্রী
দোহাই দেবী দিসরে করে
বাড়তি একেক স্ত্রী।
পূজো দেব গয়না দেব
ধরবে নতুন রূপ
সবার মনে রঙ ধরিলে
তবে চন্দন ধুপ।