যুদ্ধ খেলায় উঠছে মেতে
ভারত-পাকিস্তান
নিরাপদ স্থান খুঁজতে লোকে
ছাড়ছে বাসস্থান।

ভূ-স্বর্গ এই কাশ্মীরে আজ
সঙ্গীন পরিবেশ
ছুড়ছে গুলি মরছে মানুষ
বাড়ছে মনে দ্বেষ।

রাতের আঁধার দিনের আলো
কখনো নেই ফাঁক
সুযোগ খুঁজে পক্ষ দু’টি
অস্ত্র করে তাক।

হুংকারে যায় বোমা ফাটাই
করবে আগ্রাসন
নয়া দিল্লী-ইসলামাবাদ
যেতে কতক্ষণ।

মামুরা সব পেছন থেকে
দিচ্ছেনা যে ছাড়
কথার বাণে ছুঁড়ছে বারুদ
বনছে শুধু ভাঁড়।