কোথায় গেলে পাই তোমারে
কোন ঠিকানায় কোন পাড়ে
ডাকি আমি__তোমায় দয়াল
মনের কথা কইবারে।
ভাব সাগরের দাড়ি মাঝি
নিতে আমায় হয়না রাজি
রজনি যায় ভোরের সাথে
আমায় রেখে আঁধারে।
ডাকি আমি__তোমায় দয়াল
মনের কথা কইবারে।
ভোরের আলোয় একা বসে
দুই চোখে যাই নিখিল চষে
আটকে শুধু আলোর খেলা
দুঃখ বল কই কারে।
ডাকি আমি__তোমায় দয়াল
মনের কথা কইবারে।
যে আমারে খেলায় খেলা
খুঁজতে তারে কাটাই বেলা
সে যে আমার ধার ধারেনা
বালুচর যাই কার ধারে।
ডাকি আমি__তোমায় দয়াল
মনের কথা কইবারে।