সরকারি সব হাসপাতালে
কেমন সেবা পাচ্ছি হে
নার্সে চালায় ছুরি ক্যাঁচি
পড়ছে ধরা শুনছি যে।
কর্তব্যে নেই প্রফেশনাল
টাকার পিছু ছুটছে সব
সেবার মানে পড়ছে ভাটা
সবখানে তাই উঠছে রব।
তদারকির নেইতো বালাই
হবুচন্দ্র রাজার দেশ
উন্নয়নের ভেলায় জাতি
উঠছে তবু বলছি বেশ।
কোথাও নেই তেমন সেবা
যা লিখা রয় পুস্তকে
কেউ দেখিনা আপন করে
ভালবাসে দুস্থকে।