একটিবার তুই কবর ছুঁয়ে
শপথ করে বল
তারপরে আর চাইনা কিছু
মুছবো চোখের জল।
এই অনুরোধ রাখতে গাধা
গেলে কবরগাঁ
অমনি কুকুর কামড়ে ধরে
গাধার দু’ঠো পা।
মাভৈঃ মাভৈঃ বলে গাধা
শেয়ালকে কয় বাপ
সাক্ষী দিতে পাববোনা দোস্ত
করিস আমায় মাফ।
শেয়াল ভাবে এ কী হলো
গেল বুঝি মান
দে দৌড় দে দৌড় করে দু’জন
রক্ষা করে প্রাণ।