আসছে দেবী ধরার বুকে
ধরছে পাখি সুর
শুভ্র ফুলের সাজন গায়ে
হিমালয়ের চুড়।
ত্রাহি ত্রাহি করছে অসুর
পলাই পলাই রব
একটা দুটো নয়গো দেবী
নিধন করো সব।
মর্ত্যলোকে পড়ছে সাড়া
কুমোর পাড়ায় ধুম
রঙতুলিতে হারায় খুঁজে
শিল্পী চোখের ঘুম।
দূর্গতি নাশ করতে দেবী
করছে বারণ কে
ত্রীশূল ছুঁড়ে দুষ্টেদের বুক
দে বিঁধে দে_দে।