ছাগলছানা ভাবছে বসে
গালে দিয়ে হাত
সাক্ষী নিয়ে এলে শেয়াল
করবে বাজিমাৎ।
এমন সময় পাশ দিয়ে যায়
ন্যাংটি কুকুর এক
ছাগলছানার ভাব দেখে কয়
কি হয়েছে শেখ?
খুব বিপদে পড়ছিরে ভাই
চোখেতে নেই ঘুম
মিথ্যে সাক্ষী দিয়ে শেয়াল
করবে দখল ভূম।
বলছো কি শেখ ভেবোনাতো
করবো আমি সব
সাক্ষীসহ তুলবে শেয়াল
হুক্কা হুয়া রব।