দাঁড়া তবে সাক্ষী নিয়ে
আসছি ফিরে এই
সাক্ষী সবুদ দিয়ে তবে
প্রমাণ দেব সেই।
শেয়াল করে হন্যে হয়ে
মিথ্যে সাক্ষ্যের খোঁজ
হঠাৎ দেখে এক যে গাধা
বয়স ভারে ন্যুজ।
মধুর হাসি হেসে শেয়াল
বলে গাধা ভাই
মিথ্যে সাক্ষী ছাড়া যে আজ
আমার উপায় নাই।
গাধা বলে সে কি এমন
কঠিন কর্ম হয়
সাক্ষী হয়ে যাবো আমি
দূর করো দোস্ত ভয়।
(চলবে)