ছাগলছানা খেতে গেলে
ঝোঁপের ধারে ঘাস
শেয়াল এসে বলে ছাগল
করিসনে ঘাস নাশ।
থমকে দাঁড়াই ছাগলছানা
বলে শেয়াল ভাই
বাপের আমল থেকে আমি
হেথায়ই ঘাস খাই।
শেয়াল বলে আর খেলে তুই
করবোনারে মাফ
এই জমিটা বিক্রি করে
গেছেরে তোর বাপ।
কে বলেছে, শুনিনিতো
সাক্ষী প্রমাণ চাই
মরার আগে বাপে আমার
যায়নি বলে তাই।
( চলবে)