পাকিস্তানের স্পর্ধা দেখে
লজ্জাতে যাই মরে
ধর্ম লেবাস গায়ে মেখে
কেতাব চেপে ধরে।
শিশু নারী মুসল্লি কেউ
বাদ রাখেনি পাকি
বিভীষণ যার আপন ভ্রাতা
কেমনে দেবে ফাঁকি।
মনে পড়ে একাত্তর সাল
নিখিল পাকিস্তানে
জনমত নয় রাখতে মাটি
চায় যে টিক্কাখানে।
অপকর্ম করে কে আর
পার পেয়েছে কবে
তাইতো দেখি বদলাতে আজ
মসজিদ ভরে শবে।