সেন্ট্রেল গভর্নম্যান্টের চাকরী-ডাক বিভাগ
ঐতিহ্য আর দাপট উপচে পড়তো এককালে
সে ছিল অনেকের লালিত স্বপ্ন
সে করনিক থেকে পোস্ট মাস্টার জেনারেল।
একদা রাজকীয় ডাক দেশ বিভাগের করাতে পড়ে
জৌলুশের কাটাছেঁড়া। অতঃপর-
ক্ষয়িষ্ণু উত্তরাধিকারে ঐতিহ্যের ধারক
বাংলাদেশ ডাক বিভাগ। উন্নাষিকতার জের তলানীতে
তবুও উন্নতশীর, যৌবনের উল্লাস।
তেতলা বিল্ডিং এর দোতলায় বসি
ধপাৎ ধপাৎ সিঁড়ি ভাঙি, কাজে-কাজের ফাঁকে
হৃদয়ে স্পন্দন, মনে শিহরণ।
কিন্তু আজ এখানে তুমি পড়ন্তযৌবনা বিধবার বেশে
উল্টো পিটে উন্নতবিশ্বে তুমি রয়েছো আদরীনি
প্রাপকের হাতে রোজ বিয়ানে পৌছে দাও রঙিন খামে
প্রিয়ার চিঠি ডাক পিয়নের হাতে
ভালবাসায়-ভালবেসে……ভালবেসে।