বছর শেষে ফের এলো আজ
পবিত্র রমজান
সীয়াম ধরে তাকওয়া করো
বিশ্ব মুসলমান।
পঞ্চ স্তম্ভে মৌলিক গঠন
ইসলামি বিধান
কলমা-নামাজ পরে রোজার
তৃতীয়তে স্থান।
ইবাদত আর প্রার্থণা সব
করলে চাক্ষুষ হয়
একমাত্র ইবাদত যাহার
আল্লাহ সাক্ষী রয়।
নিয়ম মেনে দিনের বেলা
রহিত পানাহার
রহমত বরকত মাগফেরাতে
পূণ্যের সমাহার।