পাইলট
———
পাসপোর্টে আর যায় কি আসে
যখন আমি প্লেন চালাই
কাজ যে আমার দূরে রাখা
মুছিবৎ আর সব বালাই।
দোষ কি তবে একা এস আই-র
পাইলটের নেই গাফলাতি
সতর্কতায় পার পেলো সে
এস আই-র হলো জিল্লতি।
সুমতি বোধ ন্যায় নীতি আজ
এই সমাজে জগন্নাথ
কখন জানি রথের চাকা
ভেঙে পড়ে অকস্মাৎ।