আমি-
পাইনি যাহা এই জীবনে
চাইনা তাহা পেতে আর
তোমার দেয়া দুঃখ আমার
শ্রেষ্ট উপহার।
না পাওয়া সুখ দুঃখ করে
রাখবো কেন হৃদয় ভরে
দুঃখগুলো এডিট করে
দেখবো পূনর্বার।
তোমার দেয়া দুঃখ আমার
শ্রেষ্ট উপহার।
পাইনি যাহা এই জীবনে
চাইন পেতে তাহা আর-