বৃষ্টির ছোঁয়াতে যদি কান্না আসে
অশ্রুকে যেতে দিও দূর পরবাসে।
নিখিলের শত শোক
করে যদি ভর
চোখের পানিতে তার
মিটায়োনা দর।
আবেগ তাড়ায়ে দিও
নিয়তি নাশে।
হৃদয় গভীরে তব
এলে কভূ বোধ
দেখিবে চুপটি মেরে
বসে আছে রোদ।
দূরাশা নিরাশে গেলে
এসো মোর পাশে।
হৃদে জমা সব ক্ষত
হলে পরিহার
পরে নিও গলে তব
মম মনিহার।
আঁধার কাটিবে জেনো
জোসনা আবেশে।
বৃষ্টির ছোঁয়াতে যদি কান্না আসে
অশ্রুকে যেতে দিও দূর পরবাসে।