অপারও মহীমা আল্লাহ,
পরোওয়ার দিগার
চাইনা বেহেস্ত চাইগো শুধু
তোমারি দিদার।
লোভ লালসা দুনিয়াদারি
পাপ পঙ্কিলে আমার দাড়ি
তোমার দয়ায় পার করিও
হাশরের মাজার।
ডাকবে যেদিন রোজ হাশরে
থাকবেনা কেউ সেই আসরে
তুমি ছাড়া কে করবে আর-
বান্দাকে উদ্ধার।
ভয় বিহ্বল আর পেরেশানে
গাইবে সবাই তোমার শানে
আরশ কুর্সি আসন পেতে
করিবে বিচার।
চাইনা বেহেস্ত চাইগো শুধু
তোমারি দিদার।