ঐ দেখা যায় তালগাছ
ওটার আগায় কি?
শক্ত পাতার ডগায় বসে
তালের প্র-হরী ।
কঁচি তালের লোভে যদু
যেই রেখেছে পা
কোত্থেকে কাক উড়ে এসে
সুর ধরে কা কা।
ক্যাঁচির আঘাত পড়ে ডাবে
শব্দ উঠে ক্যাঁচ
বিরক্তিতে রেগে গিয়ে
সর্প লাগায় প্যাঁচ।
কুঁচকুঁচে সাপ জীব নাড়িয়ে
করে উঠে ফোঁশ
গাছের তলায় ছিটকে পড়ে
যদু হারায় হুশ।