ও ঘুম আয়রে আয়
মিনতি করিয়া ডাকে
মেহরাজে তোমায়।
ও ঘুম আয়রে আয়।
এলে তুমি আমার বাড়ি
দেব অনেক টাকা কড়ি
মুক্তো মানিক নিতে পার
মনে যদি চায়।
ও ঘুম আয়রে আয়।
থাকলে তুমি আমার সাথে
খেতে পাবে দুধে ভাতে
আকাশভরা জোসনা দেব
তোমার পাহারায়।
ও ঘুম আয়রে আয়।
ভোরের আলো রাঙা হলে
যেথা ইচ্ছে যাবে চলে
শিশির ভেজা ফুলের রেণুর
আলতা দেব পায়।
ও ঘুম আয়রে আয়।